জাতীয়করণ হওয়া সব কলেজের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১২:২৬
জাতীয়করণ হওয়া সব কলেজের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ থেকে স্নাতক পর্যায়ে সদ্য জাতীয়করণ হওয়া সব সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এই অর্থ জমা দিতে হবে।


২৭ মে, সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) প্রফেসর মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ হতে স্নাতক পর্যায়ের সব সরকারি কলেজে (সদ্য জাতীয়করণকৃত কলেজসহ) ২০২০-২০২৪ অর্থ বছরের ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দিতে হবে। অর্থ জমা দিয়ে সেই তথ্য (সফট কপিসহ NikoshBAN ফন্টে Word Document হিসেবে ই-মেইলে ([email protected]) আগামী ৫ কর্মদিবসের মধ্যে জরুরিভিত্তিতে পাঠাতে হবে।


এর আগে ১৫ মে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ দেওয়া হয়।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com