শিরোনাম
ঢাবির ‘ক’ ইউনিট পরীক্ষা: আসন প্রকাশ
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৪:৩০
ঢাবির ‘ক’ ইউনিট পরীক্ষা: আসন প্রকাশ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০ টায় শুরু হয়ে ভর্তি পরীক্ষা চলবে ১১ টা পর্যন্ত। বৃহস্পতিবার পরীক্ষার্থীদের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েব সাইট http://admission.eis.du.ac.bd/ থেকে লগইন করে আসন বিন্যাস জানা যাবে। এছাড়াও প্রবেশ পত্রে উল্লেখিত নিয়মে এসএমএস করে মোবাইল ফোনেও জানা যাবে। মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানার জন্য মেসেজ অপশনে টাইপ করতে হবে DU স্পেস Ka স্পেস ভর্তি পরীক্ষার রোল নং লিখে 16321 নাম্বারে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে নির্ধারিত আসন জানিয়ে দেয়া হবে।


পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোনসেট বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো প্রকারের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন বলে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বল হয়েছে।


এ বছর ‘ক’ ইউনিটে এক হাজার ৬৮০ টি আসনের বিপরীতে পরীক্ষার্থী সংখ্যা ৯১ হাজার ৯৩২ জন। প্রতিসিটে গড়ে ৫৫জন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


বিবার্তা/লাভলু/জেমি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com