শিরোনাম
জবিতে ক্যারিয়ার আড্ডা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৭:৫৮
জবিতে ক্যারিয়ার আড্ডা
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পারবেশ বিভাগের অ্যালুমনাই অ্যাসোসিয়েশেনের উদ্যোগে ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিভাগে এ আড্ডা অনুষ্ঠিত হয়।


এতে বিভাগের বেশ কিছু সাবেক শিক্ষার্থীর উপস্থিত থেকে বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর নাজমুন নাহার। তিনি বলেন, আমরা একাই হয়তো অনেক কিছু বুঝি না তবে যদি গ্রুপ ভিত্তিক পড়াশুনা করি তবে অনেক বেশি লাভবান হতে পারবো। এজন্য আমাদের কে পাঠচক্র করে পড়াশুনা করতে হবে।
বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার বলেন, তোমরা পড়াশুনা করে যখন ভালো অবস্থানে যাবে তখন আমাদের গর্ব হয়। আমাদের বিভাগ আমাদের বিশ্ববিদ্যালয়কে খ্যাতির উচ্চ শিখরে পৌঁছে দিতে হবে। এজন্য পড়াশুনার বিকল্প নেই। আমাদের অনেক সীমাবদ্ধতাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে।


ক্যারিয়ার বিষয়ক বক্তব্য দেন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সেপাল গ্রুপের এ্যাসিস্টেন ম্যানেজার মো. সজীব বলেন, আমরা যারা ভূগোল ও পরিবেশে নিয়ে পড়ি তারা অনেকে মনে করি আমাদের চাকরি নেই। কিন্তু শুধু গার্মেন্টস সেক্টরে পরিবেশ বিষয়ক যে চাকরির সুবিধা আছে তা পূরণ করার যোগ্য লোক নেই। এ জন্য তোমাদেরকে এখন থেকে সিরিয়াস হতে হবে। কেননা ক্লাসে যে সব শেখানো হয় তা পরবর্তীতে কাজে লাগে। যারা এখানে ভালো করে শিখবে তারাই চাকরিতে ভালো করতে পারবে।


ক্যারিয়ার বিষয়ক মূল বক্তব্য দেন বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ও ৩৫ তম বিসিএস এ প্রশাসন সুপারিশকৃত ক্যাডার সুবীর দাস। তিনি বলেন, আমরা যদি সততার সাথে কঠোর পরিশ্রম করতে পারি তাহলে একটু কষ্ট হলেও দিন শেষে আমরাই বিজয়ী হব। সফলতার পিছনে না ছুটে যদি কঠোর পরিশ্রম করি তবে সফলতাই আমাদের পিছনে আসবে।


তিনি আরো বলেন, আমরা যেখানে যাই না কেন আমরা যেন কখনোই আমাদের শিকড় কে না ভুলি।


এছাড়া প্রেরণা মূলক বক্তব্য দেন বিভাগের সাবেক শিক্ষার্থী জবির অফিসার জিয়াউর রহমান মিশু, সাবেক শিক্ষার্থী ও সেপাল গ্রুপের অফিসার মো.কামাল প্রমুখ।


ক্যারিয়ার আড্ডার শেষে বিভাগের সাবেক শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার উপস্থিত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদেরকে ধন্যবাদে জানিয়ে আড্ডার সমাপ্তি ঘোষণা করেন।


বিবার্তা/আদনান/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com