বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে ইবি ছাত্রলীগের মানববন্ধন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১৬:২৫
বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে ইবি ছাত্রলীগের মানববন্ধন
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি চালুসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ।


২ এপ্রিল, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।


মানববন্ধনে বুয়েটে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসে বাধাদানকারী আখ্যা দিয়ে তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া বুয়েট শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিকতা ফিরিয়ে দেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও মৌলবাদের শিকড় উৎপাঠনের দাবি জানান নেতাকর্মীরা।


মানববন্ধনে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, আল-মামুন, আরিফুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ সহ প্রায় অর্ধশত কর্মী উপস্থিত ছিলেন।


বিবার্তা/জায়িম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com