শিরোনাম
বাকৃবিতে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব
প্রকাশ : ২৪ মার্চ ২০১৭, ১৯:২১
বাকৃবিতে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ময়মনসিংহ আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।


পরে শিক্ষার্থীরা ১ ঘন্টার বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনের উৎসবের দ্বিতীয় পর্ব প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এসময় ময়মনসিংহ আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের আহবায়ক অধ্যাপক ড. আ. খ. ম. গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়লের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।


উপ-উপাচার্য বলেন, এরকম প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়তা করবে। উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণ দেখে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা প্রমাণ করেছে, পুরস্কার প্রাপ্তিই বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা। এরকম আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।


অন্যদের মধ্যে জীববিজ্ঞান উৎসবরের সভাপতি অধ্যাপক ড. শহীদুর রহমান ভূঁইয়া, সহকারী সম্পাদক অনিরুদ্ধ প্রামাণিক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন, ময়মনসিংহ জেলা কালেরকন্ঠের প্রতিনিধি নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক শাহ আমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. সবিবুল হক। উৎসবে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারির তিনটি ক্যাটাগরিতে ১৩৯জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। যারা আগামী ১৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিততব্য জাতীয় উৎসবে অংশগ্রহণ করবেন।


উল্লেখ্য, ময়মনসিংহ আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনার জেলার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ১৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


বিবার্তা/শাহীন/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com