শিরোনাম
ঢাবি শিক্ষার্থী নাজনীন কিডনি রোগে আক্রান্ত
প্রকাশ : ২৪ মার্চ ২০১৭, ১৭:৪৪
ঢাবি শিক্ষার্থী নাজনীন কিডনি রোগে আক্রান্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের স্নাতেকাত্তর শ্রেণির মেধাবী শিক্ষার্থী নাজনীন সুলতানা রুম্পা জটিল কিডনি রোগে আক্রান্ত। রুম্পা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।


চিকিৎসকরা জানিয়েছেন, নাজনীনের দুটি কিডনিই সম্পূর্ণরুপে অকেজো হয়ে গেছে। তাকে বাঁচাতে হলে জরুরি কিডনি পরিবর্তন করতে হবে। এজন্য প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন।


নাজনীনের বড় ভাই আল রাশেদ বলেন, “গত বছর অক্টোবর মাসে হঠাৎ করেই নাজনীন অসুস্থ হয়ে যায়। নাজনীনের দুটো কিডনিই নষ্ট তখন ধরা পড়ে। এরপর থেকেই তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন সপ্তাহে তিনটি করে ডায়ালাইসিস করাতে হচ্ছে। যা অত্যন্ত ব্যয়বহুল।”


“বর্তমানে নাজনীনের শারীরিক অবস্থা খুবই খারাপ (স্টেজ-৫ উপরে অবস্থান করছে)। ডাক্তার বলেছে যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে,” রাশেদ কান্না জড়িত কণ্ঠে তার বোনকে বাঁচাতে সাহায্যের আবেদন জানান।


নাজনীনের বাবা অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা। তার পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব। সমাজের বিত্তবানদের একটু সাহায্যই পারে নাজনীনকে বাঁচিয়ে তুলতে।


নাজনীনকে সাহায্য পাঠাতে যোগাযোগের ঠিকানা: হিসেব নম্বর: ১২৩.১০১.০১৬০.২৯২। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এলিফ্যান্ট রোড ঢাকা, বিকাশ নম্বর ০১৭১০০১৮০৪৫ ও ০১৫৩৪৩৫৬৪৬০ (রাশেদ)।


বিবার্তা/সোহেল/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com