শিরোনাম
কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ : ২৪ মার্চ ২০১৭, ১৭:৩৬
কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০১৬ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার অ্যাসোসিয়েশনের প্রশাসনিক কার্যালয়ে শিক্ষা সম্পাদক ফারুক হোসেন ফল ঘোষণা করেন।


২০১৬ সালের ২০ ও ২১ ডিসেম্বর সারা দেশে ৭৪টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪২,৪৬০ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে। তারমধ্যে ৫,৮১০ জন ছাত্র/ছাত্রী বৃত্তিপ্রাপ্ত হয়।


এদেরে মধ্যে ট্যালেন্টপুলে ১০০, সাধারণ গ্রেডে ১,০৫২ এবং বিশেষ গ্রেডে ১,১৩৯ জন বৃত্তি পেয়েছে।


কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ওয়েব সাইটে www.bkabd.com এ দুপুর ২.৩০ মিনিট থেকে বৃত্তি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। এই অ্যাসোসিয়েশনটি ১৯৮৫ সাল থেকে বৃত্তি প্রদান করে আসছে। বৃত্তি প্রাপ্তরা হলেন-


প্রথম শ্রেণি
ঠাকুরগাঁও কেন্দ্রের রোল - ০৭৭, ভাঙ্গা ফরিদপুর কেন্দ্রে রোল - ১২৯, পটুয়াখালী কেন্দ্রে রোল - ১৫১, খুলনা কেন্দ্রে রোল - ২০৮০, ২০৯৬, ২১৬২, রাঙ্গামাটি কেন্দ্রে রোল -২৭৩১, বাগেরহাট কেন্দ্রে রোল - ৩৫৫৪, ৩৫৬৪, ঝিনাইদহ কেন্দ্রে রোল - ৪১৩২, ৪১৩৩, (২৯৯) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে। ঠাকুরগাঁও কেন্দ্রে রোল -০৬৫, ০৭৬, পটুয়াখালী কেন্দ্রে রোল - ১৮১, ১৮৭, ১৮৮, ২০৫, বরকোটা কেন্দ্রে রোল - ১৫৭৭, বগুড়া কেন্দ্রে রোল - ১৯৩৫, খুলনা কেন্দ্রে রোল - ২০৭০, ২০৮১, ২০৮২, ২০৯১, ২০৯৫, ২০৯৮, ২১৬১, ২৩৮৪, ২৫৬০, হাজীগঞ্জ কেন্দ্রে রোল -৩২৪৩, ৩২৪৪, ৩২৫৫, রামগতি লক্ষীপুর কেন্দ্রে রোল - ৩২৮৫, ৩২৮৬, বাগেরহাট কেন্দ্রে রোল - ৩৫৩৮, ভবানীগঞ্জ কেন্দ্রে রোল - ৩৮৫৭, ঝিনাইদহ কেন্দ্রে রোল - ৪১৩৪, কেরানীগঞ্জ কেন্দ্রে রোল -৪৯০২, (২৯৮) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে। ঠাকুরগাঁও কেন্দ্রে রোল - ০০১, ০০৫, ০১১, ০১৪, ০২০, ০২১, ০৬১, ০৮৪, পটুয়াখালী কেন্দ্রে রোল - ১৮৪, কয়াপাড়া কুমারকুড়ি কেন্দ্রে রোল - ৪৭৩, ধান্যদল কেন্দ্রে রোল - ৬৬৯, ৭০৯, শশীদল কেন্দ্রে রোল - ৮৩০, বরকোটা কেন্দ্রে রোল - ১৫৭১, ১৫৭৮, খুলনা কেন্দ্রে রোল -২০৬৮, ২০৮৬, ২১১২, ২১৫০, ২১৫৫, ২১৯৬, ২২৫২, ২৫৮৭, রামগতি লক্ষীপুর কেন্দ্রে রোল - ৩২৮৪, ৩২৯০, দিনাজপুর কেন্দ্রে রোল - ৩৬৭০, ভবানীগঞ্জ কেন্দ্রে রোল - ৩৮৬৮, ঝিনাইদহ কেন্দ্রে রোল - ৪১৬৩, ধোপাঘাটা কেন্দ্রে রোল - ৫২৭৭, ঢাকা দক্ষিণ কেন্দ্রে রোল - ৫৩৮৪ (২৯৭) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করে।


দ্বিতীয় শ্রেণি
খুলনা কেন্দ্রে রোল - ৯৪০৬, ৯৪৩২, ৯৫৩৭, ৯৫৭৬, ঝিনাইদহ কেন্দ্রে রোল - ১০৯৪৫, কেরানীগঞ্জ কেন্দ্রে রোল - ১১৫৫৩, (২৯৫) নম্বর পেয়ে সম্মিলিতভাবে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে। খুলনা কেন্দ্রে রোল -৯৪৩৬, ৯৪৩৯, রাঙ্গামটি (১) কেন্দ্রে রোল - ৯৮২১, ঝিনাইদহ কেন্দ্রে রোল - ১০৯৪১, ঢাকা দক্ষিণ কেন্দ্রে রোল - ১১৮৯৬, (২৯৪) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে। খুলনা কেন্দ্রে রোল - ৯৪৪২, ৯৪৪৩, ৯৪৫১, ৯৪৭৪, ৯৪৭৭, ৯৬৭৩, (২৯৩) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করে।


তৃতীয় শ্রেণি
ঠাকুরগাঁও কেন্দ্রে রোল -১৩০০১, (২৯৬) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে। জিরু্নি কেন্দ্রে রোল - ১৩৪০২, (২৯০) নম্বর পেয়ে সম্মিলিতভাবে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে। বি.পাড়া কেন্দ্রে রোল - ১৩২৮১ (২৮৮) নম্বর পেয়ে সম্মিলিতভাবে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করে।


চতুর্থ শ্রেণি
ঠাকুরগাঁও কেন্দ্রে রোল - ১৬০০১, ১৬০০৮ (২৯৩) নম্বর পেয়ে যৌথভাবে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে। ঠাকুরগাঁও কেন্দ্রে রোল - ১৬০০৩, (২৯২) নম্বর পেয়ে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে। খুলনা কেন্দ্রে রোল - ১৬৯৩৭ (২৯১) নম্বর পেয়ে সম্মিলিতভাবে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করে।


পঞ্চম শ্রেণি
খুলনা কেন্দ্রে রোল - ২০৯০৫, রাঙ্গামটি (১) কেন্দ্রে রোল - ২০৯৮০, (২৯২) নম্বর পেয়ে যৌথভাবে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে। খুলনা কেন্দ্রে রোল - ২০৮৪৭, (২৯১) নম্বর পেয়ে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে। খুলনা কেন্দ্রে রোল - ২০৮৮৪, রাঙ্গামটি (১) কেন্দ্রে রোল - ২০৯৮৩, ২০৯৮৮, (২৯০) নম্বর পেয়ে মেধাতালিকায় তৃতীয় অধিকার করে।


বিবার্তা/বিপ্লব/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com