শিরোনাম
জবির সান্ধ্যকালিন কোর্স বন্ধের দাবি ছাত্রফ্রন্টের
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৯:১২
জবির সান্ধ্যকালিন কোর্স বন্ধের দাবি ছাত্রফ্রন্টের
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সান্ধ্যকালিন কোর্স বন্ধের দাবি জানিয়েছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় জবি শাখার সভাপতি মেহরাব আজাদ ও সাধারণ সম্পাদক কিশোর কুমার সরকার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।


বিবৃতিতে তারা বলেন, সাম্প্রতিক সময়ে মার্কেটিং বিভাগে HEQEP এবং সান্ধ্যকালীন কোর্সের টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে বিভাগের সমস্ত একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়াতে তীব্র নিন্দা ও তার প্রতিবাদ জানায়।


তারা আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ন্যাক্কারজনক ও নজিরবিহীন ঘটনা শিক্ষা ব্যবসার এক নগ্ন রুপকেই বাস্তবে উন্মোচিত করে। সমাজতাতান্ত্রিক ছাত্রফ্রন্ট শুরু থেকেই বাণিজ্যিক সান্ধ্যকালিন কোর্সের বিরোধিতা করে আসছে। কারণ তা বিশ্ববিদ্যালয়ের ধারনার সাথে অসঙ্গতিপূর্ণ। শুধু তাই নয়, এই কোর্স ছাত্র-শিক্ষকের সম্পর্ককে ক্রেতা-বিক্রেতায় পরিণত করে। শিক্ষকতার মতো মহান পেশাকে কলুষিত করে। এই ঘটনা হঠাৎ করে উদ্ভূত নয় বরং তা ইউজিসি’র-২০ বছর মেয়াদি কৌশলপত্রের কৌশল হিসেবে এখানে PPP, HEQEP, World Bank এর প্রেসক্রিপশন বাস্তবায়নের ফলাফল।


বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে পরিচালিত সব বাণিজ্যিক কোর্স বন্ধ ও মার্কেটিং বিভাগে সৃষ্ট অচলাবস্থা নিরসনের দাবি জানায়। অন্যথায় এইসব বাণিজ্যিক কোর্সের বিরুদ্ধে দুর্বার ছাত্র প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।


বিবার্তা/আদনান/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com