কুবিতে ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ২১:১৯
কুবিতে ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


৭ মার্চ, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ৭ মার্চ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ'র সভাপতিত্বে প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উক্ত আলোচনা সভা শুরু হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।


আলোচনা সভায় প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, কিন্তু নিজের জন্য নয় দেশের মানুষের জন্য। দেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন, তবুও তাকে হত্যা করা হয়েছে। তাকে এমন এমন নামে অভিহিত করেছে, যা তিনি ডিজার্ভ করেন না। কিন্তু বঙ্গবন্ধু আমাদের একটি বাক্য শিখিয়েছে, 'আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না'। আজকের অনুষ্ঠানে আমাদেরও একটা কথা, আমাদেরও কেউ দাবায়ে রাখতে পারবে না।'


তিনি আরও বলেন, 'যারা বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে বিশ্বাস করে, তারা কখনো বিশ্বাসঘাতকতা করে না। তারা বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নে কাজ করে। আমি এই বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে সকল আইন-কানুন মেনে কাজ করেছি, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের গবেষণায় মান বাড়াতে বলেছি যা অনেকেরই পছন্দ না।'


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির বলেন, 'আমরা যদি বঙ্গবন্ধুর জীবনের আদর্শকে আমাদের জীবনের আদর্শ হিসেবে ধারণ করতে পারি, তাহলে আমরা বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়তে পারব। যে যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে সঠিক কাজগুলো করেন, আমাদের অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। বঙ্গবন্ধু সবসময় গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের চর্চা করেছেন, ব্যক্তি জীবন, সমাজ জীবনে ও রাজনৈতিক জীবনে। আমরা যদি সেই গণতন্ত্র চর্চা করি, তাহলে আলাপ-আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করা সম্ভব।'


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, 'মার্চ মাস হলো অগ্নিঝড়া মাস। বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক জীবনের অনেক চড়াই-উতরাই পেরিয়ে, অনেক নিপীড়ন-নির্যাতন সহ্য করে এদেশের মানুষের জন্য কাজ করেছেন। মানুষের মুক্তির জন্য লড়েছেন। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছেন এই ৭ই মার্চের ভাষণের মাধ্যমে।'


তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আমরা যদি সুক্ষ্মভাবে লক্ষ করি তাহলেই এর তাৎপর্য বুঝতে পারবো।'


বিবার্তা/প্রসেনজিত/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com