শিরোনাম
ঢাবির প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নতুন ট্রাস্ট ফান্ড
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৭:৫৩
ঢাবির প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নতুন ট্রাস্ট ফান্ড
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে “এলজি লাইফস গুড প্রতিবন্ধী শিক্ষার্থী ট্রাস্ট ফান্ড” গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম ১০ লাখ টাকার একটি চেক মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।


উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে “এলজি লাইফ্স গুড ট্রাস্ট ফান্ড বৃত্তি” প্রদান করা হবে।


উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান। এই অনুদানের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


উল্লেখ্য, এলজি ইলেকট্রনিক্স হচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি।


বিবার্তা/লাভলু/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com