শিরোনাম
রাবিতে ‘বিশ্ব সমাজকর্ম’ দিবস পালিত
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৭:৪২
রাবিতে ‘বিশ্ব সমাজকর্ম’ দিবস পালিত
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও সমাজকর্ম সমিতির যৌথ আয়োজনে শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।


বিভাগের সভাপতি প্রফেসর ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সমাজকর্ম সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর মো. এমাজ উদ্দিনসহ বিভাগের শিক্ষকগণ।


এ সময় বক্তারা বলেন, সমাজকর্মের মূলমন্ত্রের আলোকে বাংলাদেশের আপামর সংশয়গ্রস্থ ব্যক্তিদের আত্মনির্ভরশীলতার সহযোগিতায় মনন তৈরি করতে হবে। সমাজের প্রত্যেক মানুষের ব্যক্তিমর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়। ব্যক্তিমর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সর্বস্তরে যেন মানবতাবোধের উন্মেষ ঘটে।


বিবার্তা/নাঈম/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com