জবি কর্মচারী সমিতির সভাপতি জামাল, সাধারণ সম্পাদক সোহান
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৫
জবি কর্মচারী সমিতির সভাপতি জামাল, সাধারণ সম্পাদক সোহান
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্মচারী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ মো. জামাল হোসাইন সভাপতি এবং সোহানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলা বিভাগের সিনিয়র অফিস সহকারী মো. জামাল হোসাইন ৭০ ভোট পেয়ে সভাপতি এবং পরিবহন পুলের অফিস সেক্রেটারি মো. সোহানুর রহমান ৬১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।


২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও পিআরআইপি দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।


এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সিনিয়র অফিস সহকারী দপ্তরের মো. নাজমুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৫৯ ভোট পেয়ে রেজিস্ট্রার দপ্তরের অফিস সেক্রেটারি মো. মোস্তফা বিন আজিজ, কোষাধ্যক্ষ পদে ৬০ ভোট পেয়ে পদার্থবিজ্ঞান বিভাগের নিম্নমান সহকারী মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে ৬৫ ভোট পেয়ে আইকিউএসি দপ্তরের নিম্নমান সহকারী মো. মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক পদে ৬০ ভোট পেয়ে পরিবহন পুলের ড্রাইভার-১ মো. গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক পদে ৫৭ ভোট পেয়ে পরিবহন পুলের ড্রাইভার মো. আশরাফুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক ৬৫ ভোট পেয়ে রেজিস্টার দপ্তরের সিনিয়র অফিস সহকারী নাসরিন আক্তার পদে নির্বাচিত হয়েছেন। ক্রীড়া, সমাজকল্যাণ ও সংস্কৃতি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেজিস্টার দপ্তরের সিনিয়র অফিস সহকারী মো. ইব্রাহীম নির্বাচিত হন।


এছাড়াও সদস্য পদে যথাক্রমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নিম্নমান সহকারী মো. আল আমিন শিকদার, পরিসংখ্যান বিভাগের নিম্নমান সহকারী প্রদীপ চৌধুরী, গবেষণা পরিচালক দপ্তরের অফিস সেক্রেটারি মো. মিজানুর রহমান, পরিবহন পুলের ড্রাইভার শ্যামল কুমার দাস এবং পরিবহন পুলের সিনিয়র ড্রাইভার মো. মাইনুদ্দিন সরদার নির্বাচিত হয়েছেন।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির নির্বাচন ২০২৪-এর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সেকশন অফিসার মোহা. আব্দুল মালেক এবং সিনিয়র অফিস সহকারী সোহেল আহমেদ।


নির্বাচনে ১২৩ জন ভোটারের মধ্যে ১২০ জন কর্মচারী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী নির্বাচন চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন। সভাপতি পদে বিজয়ী মো. জামাল হোসাইন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক সভাপতি ছিলেন।


বিবার্তা/রুদ্র/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com