কুবির শিক্ষক সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী যারা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০
কুবির শিক্ষক সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী যারা
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীদের প্রাথমিক ফলাফলের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। ১৫ সদস্যের কার্যনির্বাহী প্যানেলে নীল দলের ১৪ জনকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শুধু সাধারণ সম্পাদক পদে নির্বাচন হচ্ছে।


১৯ ফেব্রুয়ারি, সোমবার প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনার সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।


নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদে নীল দল সমর্থিত মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান এবং স্বতন্ত্র প্রার্থী লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিনের মধ্যে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


ঘোষিত প্রাথমিক বিজয়ীদের মধ্যে সভাপতি পদে ড. মো. আবু তাহের এবং সহ-সভাপতি হিসেবে ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং মো. তোফায়েল হোসেন মজুমদার। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ড. মাহমুদুল হাছান, কোশাধ্যক্ষ পদে মো. মুর্শেদ রায়হান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ড. জান্নাতুল ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহফুজুর রহমান।


এছাড়া কার্যকরী সদস্য পদে নেন ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মো. শামিমুল ইসলাম, ড. দুলাল চন্দ্র নন্দী, মোহাম্মদ আইনুল হক, ড. মো. শাহাদাৎ হোসেন, স্বর্ণা মজুমদার এবং মাহমুদুল হাসান রাহাত।


এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. রেজাউল করিম বলেন, একটা প্যানেল থেকে আমরা ১৫ জনের নাম দিয়েছি আরেকজন স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে। একটা পোস্টে আমরা প্রতিদ্বন্দ্বী পেয়েছি। শুধু সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাকী পদ গুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রাথমিকভাবে ১৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।


উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–জামায়াত সমর্থিত সাদা দল এবারের শিক্ষক সমিতির নির্বাচন বয়কট করেছেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com