নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইবিতে মৌন মিছিল
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২২
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইবিতে মৌন মিছিল
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল করেছে ইবি শাখা ছাত্র মৈত্রী।


১৭ ফেব্রুয়ারি, শনিবার দুপুর ১২টায় সংগঠনটির দলীয় টেন্ট থেকে এ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় টেন্টে গিয়ে শেষ হয়।


পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা র‌্যাগিং বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান। এছাড়া ক্যাম্পাসে চলমান উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা বৃদ্ধি ও নিয়োগ বাণিজ্য বন্ধ করার দাবি জানান। একইসাথে শিক্ষার্থীদের সকল বর্ধিত ফি কমানোর দাবিও জানান তারা।


শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, কয়েকটি ঘটনায় অপরাধীদের বিচার নিশ্চিতের পরও ক্যাম্পাসে একের পর এক র‌্যাগিংয়ের ঘটনা ঘটেই চলেছে।


তিনি বলেন, গত কয়েকদিন আগে লালন শাহ হলে বিবস্ত্র করে র‌্যগিংয়ের ঘটনায় অভিযুক্তদের বাঁচাতে ভুক্তভোগীর মুখ বন্ধের জন্য হুমকি প্রদান করেছে হলের ক্যাডাররা। পত্র-পত্রিকার নিউজের মাধ্যমে সবকিছু সামনে এসেছে। এভাবে ভুক্তভোগীর মুখ চেপে ধরে অপরাধীদের প্রমোট করা হচ্ছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য চরম হুমকি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।


এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মোর্শেদ, মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ইয়াসিরুল কবির সৌরভ, সহ-সম্পাদক মিরাজ আল জামান অনিক, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, প্রচার ও প্রকাশনা এইচ এম আরাফাত, দপ্তর সম্পাদক পবিত্র রায় পার্থ ও অর্থ সম্পাদক রতন সাহাসহ অন্যান্য নেতাকর্মীরা।


বিবার্তা/জায়িম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com