
রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ২০২৪-২৫ রোটাবর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দিদারুল ইসলাম সভাপতি ও ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৭ ফেব্রুয়ারি, শনিবার বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড.শাহজাহান মন্ডল ও অধ্যাপক ড. গফুর গাজী।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ক্লাবের সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম মোর্শেদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এস এ এইচ ওয়ালিউল্লাহ ও টি এইচ জায়িম উপস্থিত ছিলেন।
ক্লাবের নিয়ম অনুযায়ী আগামী ১ জুলাই দায়িত্ব গ্রহণ করবেন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। একইসাথে সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনাক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা গেছে।
বিবার্তা/জায়িম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]