
শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগ।
১৭ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে বিভাগটি।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বিভাগের সভাপতি গাজী মো. মাহবুব মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোশাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফৌজিয়া খাতুনের সঞ্চালনায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামিম আহমেদ ও পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. বর্ণালি মৈত্র ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মঞ্চ নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিবার্তা/জায়িম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]