
৬ ঘন্টা পেরোতে না পেরোতেই ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুটি গ্রুপ। সংঘর্ষে জড়ানো গ্রুপ দুটি হলো সিএফসি ও সিক্সটি নাইন।
১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাত ৮টায় শাহজালাল ও আমানত হলের সামনে শুরু হওয়া এ সংঘর্ষ। এ রিপোর্ট লিখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পরপর সিএফসি গ্রুপের এককর্মীর সাথে সিক্সটি নাইন গ্রুপের এককর্মীর বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় হাতাহাতি ও প্রচণ্ড উত্তেজনাকর অবস্থা বিরাজ হয়। এরপরই বিষয়টি জানাজানি হলে গ্রুপ দুটির মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে।
এদিকে আজ দুপুরে সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৮ জন আহত হয়।
বিবার্তা/মহসিন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]