
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টায় মেধাতালিকা প্রকাশ করা হয়। মেধা তালিকা থেকে ১৫-২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ২২ ফেব্রুয়ারি অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।
এদিকে, প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী, গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন শুভদ্র দাস গুপ্ত, দ্বিতীয় হয়েছেন মাহিনুর রহমান এবং তৃতীয় হয়েছে মইনুল ইসলাম।
এছাড়া শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ সিবগাথ উল্লাহ, দ্বিতীয় হয়েছেন সাদিকা রহমান এবং তৃতীয় হয়েছেন নাফিস ইশতিয়াক আহমেদ তালুকদার।
বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন ভাস্কর শ্রাবণ, দ্বিতীয় হয়েছেন ইখতিয়ার উদ্দিন রাহাত এবং তৃতীয় হয়েছে মো. নিয়াজ মোর্শেদ।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন সাদমান শাহরিয়ার শুভ, দ্বিতীয় হয়েছেন শেখ আলিফ আল সাদিক ও তৃতীয় হয়েছেন ভাস্কর শ্রাবণ।
বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন ২০০টি। এর মধ্যে মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদে ৪০ জন, শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদে ৪০ জন, আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদে ৮০ জন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে ৪০ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]