সরস্বতী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে জবিতে সাজসাজ রব
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০২
সরস্বতী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে জবিতে সাজসাজ রব
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব সরস্বতী পূজা। জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী হিসেবে এদিন দেবী সরস্বতীর পূজা করা হয়। প্রায় প্রত্যেকটি ঘরে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দেবীর আগমনকে ঘিরে থাকে সাজ সাজ রব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও এর ব্যতিক্রম নয়। জবিতে প্রতিবছরের ন্যায় এই বছরও মোট ৩৭টি মণ্ডপে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যা দেবীর পূজা করা হবে।


এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৩৩টি বিভাগ, ২টি ইনস্টিটিউট ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের মণ্ডপে পূজা উদ্‌যাপন করা হবে। এছাড়া চারুকলা অনুষদের তিনটি বিভাগ মিলে একটি পূজা মণ্ডপের সরস্বতী পূজার আয়োজন করেছে। তবে ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে পূজা হচ্ছে না।


সরেজমিনে ক্যাম্পাসে ঘুরে দেখা যায়, পূজাকে ঘিরে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সনাতন শিক্ষার্থীরা। ইতোমধ্যে ব্যানার টাঙানো শেষ প্রায় সকল বিভাগের, পছন্দের প্রতিমা ক্রয় করতে ছুটছেন স্ব স্ব বিভাগের শিক্ষার্থীরা, কেউবা ব্যস্ত প্রতিমা সজ্জিত করতে ঘরোয়া উপকরণে ফুল, ঝালর ইত্যাদি তৈরিতে, কেউ কিনছেন পূজার উপকরণ, কেউ ছুটছেন বাজার থেকে বাজারে প্রসাদ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল সংগ্রহে, কেউ আঁকছেন আলপনা, কেউ সাজাচ্ছেন স্টেজ।


এছাড়াও সরস্বতী পূজা উদ্‌যাপন উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পূজা উপলক্ষ্যে বসানো হয়েছে বিশেষ ফটক ও ভবনগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়।


মণ্ডপ সাজানোর কাজে ব্যস্ত চারুকলা বিভাগের দুর্জয় বলেন, এইবার আমরা ৩-৪ টি বিভাগের স্টেজ ও আলপনার কাজ করছি, আজ সারারাত কাজ করবো, এই প্রথম বিশ্ববিদ্যালয়ের পূজায় কাজ করছি, ভিতর থেকেই অন্যরকম ভালোলাগা কাজ করছে।


হিসাববিজ্ঞান বিভাগের সুবোধ দাস বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের বিভাগে পূজা হচ্ছে, আমরা নিজেরা নিজেরা সবাই মিলে স্টেজ সাজাচ্ছি, ক্যাম্পাস জুড়ে পুজো পুজো ভাব, আশা করি সুষ্ঠু ভাবে পূজা সম্পন্ন হবে আগামীকাল।


নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ সমাদ্দার বলেন, সরস্বতী পূজা সকল ধর্মের শিক্ষার্থীর মাঝেই সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। সবাই মিলে ভাগাভাগি করে পূজার কাজ করছি, এই আন্তরিকতা ও ভ্রাতৃত্বের বন্ধনই আমাদের শক্তি হিসেবে কাজ করে।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ৩৩টি বিভাগ, ২টি ইনস্টিটিউট ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের মণ্ডপে সরস্বতী পূজা উদ্‌যাপন করা হবে। ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে পূজা হচ্ছে না। চারুকলা অনুষদের তিনটি বিভাগ মিলে একটি পূজা মণ্ডপের আয়োজন করেছে।


পূজার নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বরাবরের মতো এবারও সর্বোচ্চ নিরাপত্তার সাথে সরস্বতী পূজা পালিত হবে। আমরা পুলিশ ও প্রক্টরিয়াল বডি নিয়ে সার্বক্ষণিক তদারকির করছি। বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে সুন্দরভাবে সরস্বতী পূজা উদ্‌যাপনের আয়োজন চলছে৷ কোনরূপ সমস্যা বা জটিলতা দেখা দিলে আমরা সেটি সমাধানে কাজ করব।


বিবার্তা/রুদ্র/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com