বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ৯ বছর পূর্তি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৮
বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ৯ বছর পূর্তি
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বেলা ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আনন্দ র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বর হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কিউএম. মাহবুব, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফায়েকুজ্জামান মিয়া, সহকারী প্রক্টর গাজী মোহাম্মদ মাহবুব, পরিবহন প্রশাসক মোঃ হাসেম রেজা, মানবিক অনুষদের ডিন হাবিবুর রহমান, অফিসার্স এ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক এস. এম. গোলাম হায়দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও বশেমুরবিপ্রবিসাসের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।


বিশ্ববিদ্যালয় পরিবারসহ বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বশেমুরবিপ্রবিসাসের সভাপতি রক্তিম ওহাব বলেন, 'বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ইতিহাস, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ইতিহাস। অতীতেও যেমন সমিতির সদস্যরা নিজেদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করে এসেছে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আগামীতেও সেভাবেই কাজ করে যাবে।'


এসময় উপাচার্য ড. এ কিউ এম মাহবুব বশেমুরবিপ্রবিসাসকে শুভেচ্ছা ও উত্তরোত্তর সাফল্যের শুভকামনা জানিয়ে বলেন, 'প্রথমেই সাংবাদিকদের ধন্যবাদ জানাই। কারণ সাংবাদিকতা একটি ভালো পেশা এবং সাংবাদিকদের মাধ্যমেই একটা প্রতিষ্ঠানের ভালো মন্দ সব তুলে ধরতে পারি। এই বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের পূর্ণাঙ্গ নামের বিশ্ববিদ্যালয়। বাইরের সবাই অপেক্ষায় থাকে আমাদের এই বিশ্ববিদ্যালয় যেন ভালো মান দণ্ডের একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়। সেই মানদণ্ড তৈরি করার ক্ষেত্রে যেমন আমাদের কর্তৃপক্ষের দায়বদ্ধতা আছে এবং তোমরাও আমাদের সন্তানতুল্য,তোমরাও এই কাজটা করতে আমাদের সহযোগিতা করবে।'


তিনি আরও বলেন, 'একটা পরিবারে যেমন সবাই একত্রে মিলে পরিবারটাকে গড়ে তোলে, সুন্দর রাখে। ঠিক তেমনই আমরা শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলে এই প্রতিষ্ঠানটিকে সুন্দর রাখবো এবং আমরা আমাদের আত্মসমালোচনা করবো, গঠনমূলক সমালোচনা করবো।'


এছাড়াও তিনি সাংবাদিকদের গঠনমূলক, বস্তুনিষ্ঠ ও নিয়মতান্ত্রিক উপায়ে সংবাদ প্রকাশের পরামর্শ প্রদান করেন।


অনুষ্ঠান শেষে জেলায় কর্মরত গণমাধ্যমের সংবাদকর্মীদের সাথে একটি আলোচনা সভা ও বিকাল ৩টায় বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যদের একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।


এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা। পরবর্তীতে বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (ফলজ, বনজ ও ভেষজ) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি।


উল্লেখ্য, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।


বিবার্তা/অহনা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com