
‘নিজ বিবেক জাগ্রত করুন, দুর্নীতি পরিহার করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগেদুর্নীতিবিরোধী র্যালি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারি, রবিবার দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে এসে র্যালি শেষ হয়।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে আমাদের উপাচার্য মহোদয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। স্যারের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে আমরা উনার সাথে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত উপাচার্য মহোদয়ের দুর্নীতি বিরোধী কাজে এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করতে যারা চেষ্টা চালাচ্ছে, আমরা কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, ‘আমরা উপাচার্য স্যারের নেতৃত্বে সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি মুক্ত করার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভিসি স্যার সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আছেন এবং থাকবেন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশনকে সামনে রেখে সর্বদা কাজে করে যাচ্ছেন। আমরা সবাই ভিসি স্যারের সাথে আছি।’
র্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/প্রসেনজিত/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]