পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪১
পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৯ জানুয়ারি ২০২৪ থেকে।


বিশ্ববিদ্যালয় সূত্রে আরো ও জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের চারটি বিভাগ চালুর জন্য অনুমোদন দিয়েছে। চলতি বছর বিজ্ঞান অনুষদে গণিত বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ ও পরিসংখ্যান বিভাগ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করতে পারবে। আর প্রতি বিভাগে ৪০ জন করে মোট ১৬০ শিক্ষার্থী ভর্তি করতে পারবে।


জানা গেছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ মোট ২৪ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভুক্ত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। আর ২৭ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ওই ভর্তি পরীক্ষা (এ ইউনিট) অনুষ্ঠিত হবে।


চলিত বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভর্তি কমিটির অনুষ্ঠিত প্রথম সভায় ভর্তির তারিখ চূড়ান্ত করা হয়। আর ভর্তি পরীক্ষায় সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনটি গুচ্ছে ভাগ হয়ে মোট ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেবে। আর এবার দুটি নতুন বিশ্ববিদ্যালয় এই গুচ্ছে নতুন করে যুক্ত হয়েছে। নতুন এই দুটি বিশ্ববিদ্যালয় হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


পিরোজপুর ও ঢাকায় পৃথক দুটি অফিস কাম গেস্টহাউস ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। পিরোজপুরে ভাড়া বাড়িতে আপাতত চারটি বিভাগের শিক্ষার্থীদের পাঠদান করা হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের জন্য ৭৫ একর ভূমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে সদর উপজেলার কদমতলায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের উপচার্য কাজী সাইফুদ্দীন বলেন, গুচ্ছ পদ্ধতিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি বিভাগে মোট ১৬০ শিক্ষার্থী ভর্তি সুযোগ পাবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের চারটি বিভাগে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৭ এপ্রিল বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টায় ব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


জানা গেছে, ২০১৯ সালের জুলাই মাসে পিরোজপুর- আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। ওই বছরের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী পিরোজপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় বিলের খসড়া বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, মন্ত্রিপরিষদ বিভাগ ও বিভিন্ন মন্ত্রণালয় হয়ে সংসদে উত্থাপনের জন্য রাষ্ট্রপতির অনুমোদন পায়। ২০২২ সালের ২৯ মার্চ বিলটি আইন আকারে পাসের জন্য সংসদে প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী পর তা কণ্ঠ ভোটে পাস হয়।


বিবার্তা/তাওহিদুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com