জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৯তম সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৯তম সভা অনুষ্ঠিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।


১০ ফেব্রুয়ারি অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষার ফলাফল ও শৃঙ্খলা কমিটির সুপারিশ ও সিদ্ধান্তসমূহ, নতুন কারিকুলাম অনুমোদন করা হয়।


এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট পর্ষদে অ্যাকাডেমিক কাউন্সিলের প্রতিনিধি মনোনয়ন দেয়া হয়।


সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন বিশ্ব নাগরিকে পরিণত হতে পারে সেটি আমাদের মূল লক্ষ্য। প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় শিক্ষার মান বৃদ্ধিতে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে।’


অ্যাকাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দর নানা সময়ে মতামত ও পরামর্শ দিয়ে থাকেন, উপাচার্য তাদের এমন দিকনির্দেশনা ও মতামতের প্রশংসা করেন। সভায় উপাচার্য অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান বাস্তবায়নের অগ্রগতি অবহিত করেন।


অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য মো. হামিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. সীতেশ চন্দ্র বাছার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মাহফুজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আল মাসুদ হাসানুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষসহ মোট ৩৮ জন সদস্য উপস্থিত ছিলেন।


সভায় গত ৯৮তম অ্যাকাডেমিক কাউন্সিলের কার্যবিবরণী নিশ্চয়ন করা হয়।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com