বশেমুরবিপ্রবি সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০২
বশেমুরবিপ্রবি সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি'র নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জিহাদ হাসান।


৯ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ১০ টায় এক বিবৃতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।


কমিটিতে অন্যান্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অপূর্ব সূত্রধর, অনিক দে, তারেক আহমদ, পার্থ সিংহা, ইমরান খান, সাদমান সাকিব, কুমার জয়, রেজোয়ানুল হক।


যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাক মিয়া, কাজী ফিরোজ আহমেদ, তাহমিদুর রহমান, মারুফ আহমেদ রাহাত, মনিরুজ্জামান সজল, ইউনুস আলী, মুশফিকুর রহমান, অরুপ রায়, আল আমিন, অর্নব দে, নিরোজ সূত্রধর।


সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈকত দেব, বিষ্ণু রুদ্র পাল, মাসুদা ইয়াসমিন।


অর্থসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম রাহী। উপ-অর্থ বিষয়ক সম্পাদক আশিষ সূত্রধর। প্রচার সম্পাদক ফরহাদ আজিজ। উপ-প্রচার সম্পাদক অজয় শীল। দপ্তর সম্পাদক মাহবুবুল ইসলাম। উপ-দপ্তর সম্পাদক রুহুল আমিন চকদার। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরশাদুল হক মুবিন। উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রান্ত সরকার, সাজিদুর রহমান। ক্রীড়া সম্পাদক মাহদী হাসান তাহমিদ। উপ-ক্রীড়া সম্পাদক তোফাজ্জল মিয়া, নাফিস আলম। ছাত্র বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম রিয়াজ। উপ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহ মো. সুমন মিয়া। ছাত্রী বিষয়ক সম্পাদক নূরজাহান বেগম ফিজা। উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক প্রজ্ঞা পারমিতা। ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উজ্জ্বল। উপধর্ম বিষয়ক সম্পাদক প্রান্ত নিরুপম দে। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কেয়া আক্তার। উপ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হাসনাত সানি। আপ্যায়ন বিষয়ক সম্পাদক আকতার হোসেন। উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম নয়ন। বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার আঁখি। উপ-বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রাজু। প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদিয়া রহমান। উপ-প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন রাব্বি। পরিবেশ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সৌরভ দেব। উপ-পরিবেশ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক খুকন তালুকদার। সমাজসেবা বিষয়ক সম্পাদক দেবজিত দাস। উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. শরীফ পাঠান।


সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফৌজিয়া তাবাসসুম মুন, অভিষেক দত্ত, হিমেল দাশ, ফারিহা জান্নাত, সুব্রত কর সাগর, তাহমিনা আক্তার সনি, নয়ন দেব, সাদিয়া চৌধুরী ইমু, রাকিবুল হাসান, মাহিদুল ইসলাম খান মাহি, তুষার রঞ্জন দাস রবিন, মো. তোফাজ্জল হোসেন তুষার, আল রাব্বি নাহিন, মাহেলা মেহনাজ, ঐশ্বরী তালুকদার, বিনতে সালিম মাহি।


নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন বলেন,‌ আমাদের অ্যাসোসিয়েশন এর প্রত্যেকটা সদস্য অনেক পরিশ্রমী। সবার সহযোগিতায় আমাদের এই সংগঠন আজ এই পর্যন্ত নিয়া আসতে পেরেছি। আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য ছাত্র -ছাত্রীদের সহযোগিতা করা। আমরা সব সময় ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করে আসছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ও তাদের পাশে থাকব। সবাই মিলে আমাদের এসোসিয়েশনকে আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে সব সময় পাশে পাব আমি আশাবাদী।


বিবার্তা/অহনা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com