চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রধান নিয়োগের নতুন নির্দেশনা
বয়স ৬৫ পরও নিয়োগ দেওয়া যাবে
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০০
চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রধান নিয়োগের নতুন নির্দেশনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা শিথিল করা হয়েছে। এখন থেকে শিক্ষকদের বয়স ৬৫ বছর পার হলেও তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন এ নির্দেশনা জারি করা হয়।


নতুন নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো (স্কুল ও কলেজ) সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১ দশমিক ১১ অনুচ্ছেদে সংশোধন আনা হলো। এই সংশোধনের পর ঐতিহ্যবাহী ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বার্থে এবং সরকারের কোনো আর্থিক সুবিধা/এমপিও না নেওয়ার শর্তে সরকারের অনুমোদন নিয়ে শুধু প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে।


এতে আরও বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর্থিকসহ সকল দায়ভার বহন করতে হবে এবং সরকার এর কোনো দায় বহন করবে না। এমপিওভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রধানের মেয়াদ সরকারের আর্থিক সংশ্লিষ্টতা না থাকলেও কোনোক্রমেই ৬৫ বছর বয়সের বেশি হতে পারবে না— এ অংশটুকুর কার্যকারিতা স্থগিত করা হলো।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com