শিরোনাম
ভারতে ২৩টি ভুয়া বিশ্ববিদ্যালয়!
প্রকাশ : ২০ মার্চ ২০১৭, ১৯:২৩
ভারতে ২৩টি ভুয়া বিশ্ববিদ্যালয়!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী ভারতে পড়তে যান। কিন্তু সেদেশেও কমপক্ষে ২৩টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের সন্ধান পাওয়া গেছে। দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এদের একটি তালিকা প্রকাশ করেছে।


‘ভুয়া’ বলতে, এই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান তৈরির সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ অনুমতি নেয়নি। ফলে ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদানের কোনো এক্তিয়ারই নেই এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের। আর যদিও বা কোনো ডিগ্রি প্রদান করে, সেই ডিগ্রির কোনো বাজারি স্বীকৃতি থাকবে না।


দেখে নেয়া যাক, কোন কোন বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে সেই তালিকায়—


১. মৈথিলি ইউনিভার্সিটি/বিশ্ববিদ্যালয়, দ্বারভাঙা, বিহার।
২. কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ।
৩. ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি।
৪. ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি।
৫. এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি, এডিআর হাউজ, নিউ দিল্লি।
৬. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নিউ দিল্লি।
৭. বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেল্‌ফ এমপ্লয়েমেন্ট, দিল্লি।
৮. বাদাগনি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোশাইটি, বেলগাঁও, কর্ণাটক।
৯. সেন্ট জনস ইউনিভার্সিটি, কৃ্ষ্ণোত্তম, কেরল।
১০. রাজা অ্যারাবিক ইউনিভার্সিটি, নাগপুর, মহারাষ্ট্র।
১১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা।
১২. ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ঠাকুরপুকুর, কলকাতা।
১৩. বারাণসিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারাণসি।
১৪. মহিলা গ্রাম বিদ্যাপীঠ/বিশ্ববিদ্যালয়, জগৎপুরি।
১৫. গাঁধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, এলাহাবাদ।
১৬. ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর।
১৭. নেতাজি সুভাষচন্দ্র বসু ইউনিভার্সিটি (ওপেন ইউনিভার্সিটি), আলিগড়।
১৮. উত্তর প্রদেশ বিশ্ববিদ্যালয়, মথুরা।
১৯. মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়, প্রতাপগড়।
২০. ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, নয়ডা ফেজ-২।
২১. গুরুকুল বিশ্বিবিদ্যালয়, বৃন্দাবন।
২২. নবভারত শিক্ষা পরিষদ, রৌরকেলা।
২৩. নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ওড়িশা।


এই সঙ্গে ২৭৯টি ‘ফেক’ টেকনিক্যাল ইনস্টিটিউশন-এর নামও প্রকাশ করেছে ইউজিসি।
ইউজিসি-র তরফে জানানো হয়েছে, সংবাদপত্রে নোটিশ প্রকাশের মাধ্যমে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হওয়ার জন্য ছাত্রছাত্রীদের সতর্ক করা হবে।


অন্যদিকে ভারতের মানবসম্পদ প্রতিমন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডে রাজ্যসভায় জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্যসরকারগুলোকে ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হবে। সূত্র : এবেলা


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com