কুবির শিক্ষক সমিতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩০
কুবির শিক্ষক সমিতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের মধ্যকার আয়োজিত এক সাধারণ সভার সিদ্ধান্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে৷


সভার সকলের সম্মতিক্রমে আগামী ১৯ ফেব্রুয়ারি এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।


বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে টিচার্স লাউঞ্জে কুবি শিক্ষক সমিতি ২০২২ এর সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয় লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে। এছাড়াও নির্বাচন কমিশনের আরও দুই সদস্য হলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব দীপু এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক অধ্যাপক আবু বকর সিদ্দিক (মাসুম)।


প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, ‘আমাকে তো মাত্র দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো বসে আলোচনা করা হয়নি। তবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পাদন করাই আমার লক্ষ্য।"


উল্লেখ্য, ২০২২ সালের ১ ডিসেম্বর কুবি শিক্ষক সমিতির নির্বাচন ভণ্ডুল হওয়ার পর আর নতুন কমিটি গঠনের কার্যক্রম নেওয়া হয়নি। ফলে গত এক বছর ছিল না কুবি শিক্ষক সমিতির কোনো কার্যক্রম।


বিবার্তা/প্রসেনজিত

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com