
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)তে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট সদস্যবৃন্দ।
৭ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শেখ মনোয়ার হোসেনের সঞ্চালনে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক শামসুল আলম সেলিম বলেন, আজ আমরা বিভিন্ন দল মতের সবাই একত্রিত হয়েছি। সংগঠনের নাম ভাঙ্গিয়ে যারা অপকর্ম করে তাদের বিতাড়িত হতে হবে। আমরা চাই নিপীড়ন বিরোধী মঞ্চের দাবি গুলো বাস্তবায়ন হোক। আমরা উপাচার্যকে বলতে চাই সব দায় আপনার উপরেই বর্তাবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে।
রেজিস্টার গ্র্যাজুয়েট আশীশ কুমার মজুমদার বলেন, আমরা সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা যেন আর না ঘটে তাই অবিলম্বে বিচার সম্পন্ন করতে হবে। হলে অছাত্ররা অবস্থান করছে আর বৈধ শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছে। আমরা দেখতে চাই ৫ কর্মদিবসের মধ্যে অবৈধ ছাত্ররা হল ছেড়ে দিয়েছে।
এসময় সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির বলেন, আমরা আজ এখানে ধর্ষণ ও গণরুমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে এসেছি। আমরা চাই যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসি দেওয়া হোক। হলে ২৫০০ নয়, খুঁজে দেখেন পাঁচ হাজার ছাত্র হলে অবস্থান করছে। অছাত্ররা হলে অবস্থান করে আর বৈধ শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করে। অবিলম্বে হল থেকে গণরুম উচ্ছেদ করতে হবে।
তিনি আরো বলেন, হলের প্রাধ্যক্ষ, ওয়ার্ডেনদের হলে থাকতে হবে। হলে ডাটাবেজ তৈরি করতে হবে। রাতে নির্দিষ্ট সময়ে যেন ছেলে মেয়েরা ফিরে আসে সে ব্যবস্থা করতে হবে। হলের পাশের দোকান উচ্ছেদ করতে হবে। বিশ্ববিদ্যালয় কেনো দোকানের টাকায় চলবে।
এসময় রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেহেদী জামিল, ইন্দু প্রভা দাস, সাবিনা ইয়াসমিন, সোহেল পারভেজ প্রমুখ।
বিবার্তা/আয়েশা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]