স্বর্ণপদক পেলেন ঢাবির ১২ শিক্ষার্থী
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৮
স্বর্ণপদক পেলেন ঢাবির ১২ শিক্ষার্থী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএস সম্মান ও এমএস পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনের জন্য ‘এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের ১২ শিক্ষার্থী।


৫ ফেব্রুয়ারি, সোমবার ঢাবির এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ স্বর্ণপদক তুলে দেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।


ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. পারভীন হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।


উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ভালো ফলাফলের জন্য স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে মানব কল্যাণ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের কাজে লাগাতে হবে। আমাদের জীবনের সর্বক্ষেত্রে বিশেষ করে বিজ্ঞানের সকল শাখায় গণিত আবশ্যক। গণিত শিক্ষা প্রসারে এই ধরনের ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন।


এএফ মুজিবুর রহমান স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- কাজী হাফিজুর রহমান, নাজিফাতুন নাহার, অয়ন্তিকা ঘোষ, সোবাহ ইসলাম, কাজী মেহেদী মোহাম্মদ, মো. ইসলামুল আলম, তৃষ্ণা দত্ত, সাদিয়া আনজুম জুমানা, মো. আনোয়ার হোসাইন, অপূর্ব রায় চৌধুরী, তৃষ্ণা দত্ত (মাস্টার্স) এবং লামিসা কিবরিয়া কেকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com