কুবিতে শেষ হলো আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১১
কুবিতে শেষ হলো আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছেলে ও মেয়েদের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে জয়ী হয়েছে যথাক্রমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে) ও পরিসংখ্যান বিভাগ।


৪ ফেব্রুয়ারি, রবিবার বিকেল সাড়ে তিনটায় শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে খেলা শুরু হয়।


মেয়েদের ফাইনালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পরিসংখ্যান বিভাগ। এ নিয়ে টানা পাঁচবার মেয়েদের ব্যাডমিন্টনে জয়ী হয়েছে তারা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের সোনিয়া সুলতানা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের নবনিতা পাল।


এছাড়া, ছেলেদের ফাইনালে মুখোমুখি ব্যবস্থাপনা শিক্ষা বিভাগকে ২-১ সেটে হারিয়ে জয়ী হয় এমসিজে বিভাগ। ফাইনাল সেরা হন এমসিজের সৌরভ সিদ্দিকী এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন রায়হানুল হক।


খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘খেলাধুলা আমাদের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের খেলা বেশ উপভোগ্য ছিল। বাইরের বিভাগের অনেককেই দেখেছি অনেক উপভোগ করেছে। আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খেলাধুলায় অনেক এগিয়ে যাবে। আমাদের ক্রিকেট টিমও আজ আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট খেলতে রাজশাহী যাচ্ছে। তাদের জন্যও শুভকামনা।'


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।


বিবার্তা/প্রসেনজিত/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com