ওয়েবমেট্রিক্স গ্লোবাল র‍্যাংকিংয়ে ১ ধাপ এগিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬
ওয়েবমেট্রিক্স গ্লোবাল র‍্যাংকিংয়ে ১ ধাপ এগিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের গ্লোবাল র‍্যাংকিংয়ে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রকাশিত তালিকায় ১ ধাপ এগিয়ে ৪৪৬১ তম অবস্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এছাড়া বাংলাদেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৮তম অবস্থানেই রয়েছে কুবি।


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিশ্বের প্রায় দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং-২০২৪ সালের প্রথম সংস্করণের (জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


এর আগে ২০২৩ সালের দ্বিতীয় সংস্করণেও (জুলাই) কুবির অবস্থান ছিল ৩৮তম। যার বৈশ্বিক অবস্থান ছিল ৪৬২তম।


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনায় র‍্যাংকিং প্রকাশ করে এই প্রতিষ্ঠানটি। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে থাকে।


বিবার্তা/প্রসেনজিত/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com