জাবিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১৩:৪৩
জাবিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‌‘মেধা বিকাশে আপোষহীন, গণিত হোক সার্বজনীন’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাইন্স ক্লাবের আয়োজনে ৯ম জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।


২৮ জুলাই, শুক্রবার সকাল ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।


এসময় সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক শাকিল হোসেনের সঞ্চালনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি শাকিল ইসলাম বলেন, আমাদের এ আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করা। আশা করি আমাদের এ আয়েজনের মাধ্যমে শিক্ষার্থীরা গণিতকে উপভোগ করবে এবং গণিতের প্রতি তাদের আগ্রহ তৈরী হবে।


সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, আজকে প্রতিবন্ধকতা দূর করে যারা এসেছেন তাদের ধন্যবাদ। আজকে সবাই জয়ী হতে পারবে না। কিন্তু ভেঙে পরা যাবে না। মনে রাখতে হবে জয়ই সব কিছু নয়।


এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক এ. এ. মামুন, অধ্যাপক মো সাব্বির আলম প্রমুখ।



উল্লেখ্য, শিফট ভিত্তিক এ পরীক্ষায় সকাল সাড়ে ৯ টায় ৬ষ্ঠ, ৮ম, ৯ম ও দ্বাদশ শ্রেণির এবং বেলা ১১টায় ৭ম, ১০ম ও একাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেধার ভিত্তিতে প্রতি শ্রেণি থেকে ৫ জনকে পুরস্কৃত করা হবে৷ এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে।


বিবার্তা/আয়েশা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com