বশেমুরবিপ্রবিতে ঐতিহাসিক ছয় দফা দিবস আলাচনা সভা
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০১:১৮
বশেমুরবিপ্রবিতে ঐতিহাসিক ছয় দফা দিবস আলাচনা সভা
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা।


বুধবার (৭ জুন) বিকাল ৩টায় একাডমিক ভবনের ৫০১ নং কক্ষে এ আলাচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফসর ড. এ. কিউ. এম. মাহবুব।এসময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।


সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফসর ড. এ. কিউ. এম. মাহবুব বলন, "বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলন একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ছয় দফা আন্দোলন না হলে এদেশের স্বাধীনতা আসতা না, বঙ্গবন্ধুর ছয় দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রধান ভিত্তি।"


তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, "বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নতির জন্য কাজ করতে হবে। "


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কারিমুল ইসলাম প্রমুখ। আলাচনা সভা সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মজনুর রশিদ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com