শিরোনাম
দিল্লির উৎসবে বুয়েট চ্যাম্পিয়ন, রানার্সআপ ঢাবি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ০৯:১৫
দিল্লির উৎসবে বুয়েট চ্যাম্পিয়ন, রানার্সআপ ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিল্লিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘বিশমিল-২০১৬’ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সামগ্রিক ইভেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা এবং পরিবেশনার নম্বর বিচারে এ ঘোষণা করা হয়। অন্যদিকে তৃতীয় হয়েছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। 

 

১৪ অক্টোবর শুরু হওয়া এই আন্তর্জাতিক উৎসবে এশিয়ার বিভিন্ন দেশের ৫৮টি প্রতিযোগী দল অংশগ্রহণ করে। উৎসবে বুয়েটের চারটি সংগঠন- মূর্চ্ছনা, ড্রামা সোসাইটি, ফিল্ম সোসাইটি এবং ডান্স ক্লাব থেকে অংশ নেয় ৩৩ জন সদস্য এবং ঢাবি থেকে অংশ নেয় ১৫ সদস্য বিশিষ্ট দল।    

 

মূর্চ্ছনা বুয়েটের সভাপতি নাশিয়াত ফাইজা এ সাফল্যে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, দেশের বাইরে গিয়ে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা খুব রোমাঞ্চকর। দেশের জন্য যা করছি তা হয়তো বেশি কিছু না, আরো বেশি কিছু করতে চাই, দেশকে আরো কিছু দিতে চাই।’  

 

সাতটি ইভেন্টে অংশগ্রহণ করে ছয়টি ইভেন্টেই পুরস্কৃত হওয়ার অনুভূতি ব্যক্ত করেন ঢাবি মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা পরিচালক মূকাভিনেতা মীর লোকমান।

 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি প্রত্যাশার নাম, একটি দেশের নাম। আমাদের ওপর মানুষের প্রত্যাশা অনেক। ফলে আমাদের চ্যালেঞ্জ ছিল এবং চাপ ছিল। অবশেষে আমরা সব চাপ পেছনে ফেলে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কিছু করতে পেরেছি, তাই আনন্দিত।’

 

ঢাবির সাংস্কৃতিক দলটির মডারেটর হিসেবে ছিলেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান এবং মাইম অ্যাকশনের মডারেটর সহযোগী অধ্যাপক ড. ফাদার তপন ডি রোজারিও। দলের এমন সাফল্যে বেশ উৎফুল্ল তিনি।

 

ফাদার রোজারিও বলেন, আমাদের এই দলটির অধিকাংশ সদস্যই আন্তর্জাতিক উৎসবে নবীন। এরপরও নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের সংস্কৃতির জন্য সাফল্য বয়ে এনেছে, যা সত্যিই আনন্দের।

 

বিশমিল’র মতো একটি বড় উৎসব আয়োজন এবং বাংলাদেশ থেকে আগত দলগুলোর সাফল্য সম্পর্কে অনুভূতি জানতে চাইলে আয়োজক কমিটির একজন শুভময় বলেন, আমি শুরু থেকেই বাংলাদেশ থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট দল দু’টির সাথে ছিলাম। তারা দারুণ পারফরমেন্স করেছে এবং তার স্বীকৃতিও পেয়েছে। আমি মনে করি, বুয়েট চ্যাম্পিয়ন, ঢাবি রানার্সআপ; এটি বড় কথা নয়, এই সাফল্য বাংলাদেশের এবং বাংলাদেশই চ্যাম্পিয়ন।’

 

বুয়েট দল ড্রামা, শর্টফিল্ম, ইন্ডিয়ান সোলো, ওয়েস্টার্ন সোলো, ওয়েস্টার্ন গ্রুপ, আনপ্লাগড, এয়ার ক্র্যাশ ইত্যাদি ইভেন্টে অংশগ্রহণ করে। ঢাবি দল অংশগ্রহণ করে স্কাইম, মঞ্চনাটক, মনোলগ, শর্টফিল্ম, ইন্ডিয়ান সোলো, ওয়েস্টার্ন ডান্স, কুইজ ইত্যাদি ইভেন্টে। 

 

‘লেটার টু দ্য আনর্বন চাইল্ড’ শীর্ষক মঞ্চনাটক উপস্থাপন করে রানার্সআপ পুরস্কার জিতেছে বুয়েট ড্রামা ক্লাব। আর মূর্চ্ছনা বুয়েটের সদস্যরা আনপ্লাকডে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়। মূর্চ্ছনার শিল্পীরা হলেন অরণ্য, নাফি, মুগ্ধ, চয়ন, রিফাত ও দ্বীপ্ত। এছাড়াও ইন্ডিয়ান সোলোতে অংশ নিয়ে চ্যাম্পিয়নের পুরস্কার জিতে নিয়েছেন বুয়েটের মুগ্ধ। 

 

‘সর্ব রোগের মহাচিকিৎসক’ শিরোনামের মূকাভিনয় প্রযোজনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মূকাভিনয় দল প্রথম হয়। এর রচনা ও নির্দেশনায় ছিলেন তরুণ মাইম শিল্পী মীর লোকমান। ‘ইনভিজিবল লাইন’ শিরোনামের শর্টফিল্মে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সদস্য সাইফুল্লাহ মাহফুজ অর্ক। মনোলগে চ্যাম্পিয়ন হয়েছেন অতসী আমিন এবং রানার্সআপ হয়েছেন এসএম জুম্মান সাদিক। ইন্ডিয়ান সোলোতে দ্বিতীয় হয়েছেন জুম্মান সাদিক এবং ওয়েস্টার্ন ডান্সে দ্বিতীয় হয়েছেন মীর লোকমান।

 

বিবার্তা/লাভলু/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com