জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বৃদ্ধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৬:১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বৃদ্ধি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ (২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ (২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী) পরীক্ষার ফরম পূরণ ও জমাদানে সময়সূচি বৃদ্ধি করা হলো।


নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে পরবর্তী সময় কোনো অবস্থাতেই ফরম পূরণ ও নিশ্চয়ন করা যাবে না।


বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১২ এপ্রিল ২০২৩ পর্যন্ত আবেদন ফরম জমা দেওয়া যাবে। নিশ্চয়ন/ডেটা এন্ট্রির শেষ সময় ১৩ এপ্রিল ২০২৩ (বৃহস্পতিবার) থেকে ১৫ এপ্রিল ২০২৩ শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের সময়সীমা ১৬ এপ্রিল ২০২৩ থেকে ১৭ এপ্রিল ২০২৩ সোমবার পর্যন্ত।


বিবার্তা/রাসেল/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com