অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ১১:৪০
অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী) শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।


১৯ মার্চ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ৩ এপ্রিল (বুধবার) থেকে শুরু হবে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিটে। শেষ হবে ৩১ এপ্রিল।


পরীক্ষার্থীদের প্রবেশপত্র দুই কপি www.nu.ac.bd/admit a www.nubd.info/college ওয়েবসাইট হতে কলেজের পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট কপি অধ্যক্ষের স্বাক্ষর করবেন এবং প্রবেশপত্র পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করবেন।


পরীক্ষার্থীদের বিবরণী এক কপি নিজ কলেজে সংরক্ষণ করে কলেজ কর্তৃপক্ষ আসন বিন্যাসের জন্য আরেক এক কপি বিবরণী ফি ও কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থের টাকা পরীক্ষা শুরুর তিনদিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দেবেন।


২০২১ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার থেকে ডাউনলোড করে অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে।


বিবার্তা / রাসেল/ মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com