
"যে রাঁধে, সে চুলও বাধে" প্রচলিত এই কথাই যেন সত্যে রুপান্তরিত করতে যাচ্ছে সরকারি তিতুমীর কলেজ এর ছাত্রীরা। শনিবার সরকারি তিতুমীর কলেজের মাঠে যেতেই দেখা যায় কয়েকজন মেয়ে শিক্ষার্থী ফুটবল নিয়ে প্রাকটিস করছে। ক্যাম্পাস বন্ধ থাকলেও তারা এসেছে প্রাকটিসে। কারণ একদিন পরই কলেজে প্রথমবারের মত মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল ম্যাচ।
কিছুদিন আগেই পায়ের জাদুতে হিমালয়কন্যা নেপালকে পরাজিত করে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে বাংলার মেয়েরা। সাফ জয় করে ট্রফি নিয়ে দেশে ফিরেছিলেন বাঘিনীরা। সেদিন চ্যাম্পিয়নদের ছাঁদ খোলা বাসে সংবর্ধনা দেয়া হয়। ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলার মেয়েরা ভাসছেন প্রশংসার জোয়ারে। তাদের এই সাফল্যে মেয়েদের ফুটবলে এসেছে নতুন জাগরণ, অনেকেই হচ্ছেন উদ্বুদ্ধ। সাফ জয়ী নারী ফুটবলারদের দেখে উজ্জীবিত হয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শুরু হচ্ছে মেয়েদের ফুটবল।
রবিবার (২৭ নভেম্বর) প্রথমবারের মত মেয়েদের ফুটবল ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে কলেজটিতে। সকাল ১০:৩৫ মিনিটে ছাত্রীদের নিয়ে হবে এক প্রীতি ম্যাচ। যে ম্যাচে লড়বে প্রীতিলতা একাদশ বনাম সুলতানা একাদশ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়েদের ফুটবল ম্যাচের খবর ইতোমধ্যে সাড়া ফেলেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। ম্যাচটির জন্য সবরকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিন তিতুমীর কলেজে শুরু হবে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা। যেখানে অংশ নিবে কলেজের ২২ টি বিভাগ। সকাল ১০:২৫ মিনিটে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
বিবার্তা/গালিব/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]