শিরোনাম
আজ ঢাবির শোক দিবস
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১২:৫৬
আজ ঢাবির শোক দিবস
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অ্যাসেম্বলি ভবনের ছাদ ধসে পড়ে শিক্ষার্থী, কর্মচারী ও অতিথিসহ ৪০জন নিহত হয়। এরপর থেকেই ঢাবির শোক দিবস হিসেবে দিনটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে আলাদা আলাদা বানী দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ।


শোক দিবস উপলক্ষে ঢাবির প্রতিবছরের ন্যায় এই বছরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক মিছিল শুরু হয়ে জগন্নাথ হলের অক্টোবর স্মৃতিসৌধের সামনে পুস্পস্তবক অর্পণ ও নিরাবতা পালনের মাধ্যমে শেষ হয়।


এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। পরে সকাল ৯টায় জগন্নাথ হলের টিভি কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।



তিনি বলেন, ‘১৫ অক্টোবরের সেই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের ব্যথিত ও শোকাভিভূত করে। আর এর মাধ্যমেই জাতি-ধর্ম, বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে যে ঐক্যবদ্ধের পরিচয় পাই তা মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক সংহতির সাথে তুলনীয়। আমি অক্টোবর দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি, আহতদের সুস্থজীবন ও তাদের প্রত্যেক পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।’


ঢাবির প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘১৫ অক্টোবরের দুর্ঘটনা অত্যন্ত শোকাবহ ও একই সঙ্গে লজ্জাজনক। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হয় জ্ঞান অর্জনের জন্য, মানুষ হবার জন্য, লাশ হয়ে ফিরে যাবার জন্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ট্র্যাজেডি কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনারই এক হৃদয় বিদারক দৃষ্টান্ত।’


আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, আরো উপস্থিত ছিলেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, জগন্নাথ হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার ও জগন্নাথ হল শোক দিবস পালন কমিটির আহ্বায়ক সন্তোষ কুমার দেব। এছাড়াও বিভিন্ন হলের প্রাধ্যক্ষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।


পরবর্তী কর্মসূচিতে বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ অন্য সকল হল মসজিদে মোনাজাতের আয়োজন করা হবে। পরে সন্ধ্যা ৬টা ৩০মিনিট হতে জগন্নাথ হল উপাসনালয়ে অক্টোবর দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক সংগীত, কবিতা আবৃতি ও ভক্তিমূলক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


বিবার্তা/লাভলু/জেমি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com