
করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ধরনের পরীক্ষা স্থগিত করা হয় ।
মন্ত্রীপরিষদ বিভাগের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে বিদ্যমান পরিস্থিতিতে এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস উক্ত ঘোষণা দেন। তবে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীদের আবাসিক হল খোলা থাকবে বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সভা শেষে যে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছিলো তা পুনরায় চালু হওয়া ও নতুন রুটিন করে পরীক্ষা চলমান রাখার স্বীদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষাসমূহ শুরু হবে।
উল্লেখ্য, ওমিক্রণ ভাইরাসের বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সে আলোকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়।
বিবার্তা/তানিম/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]