
স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি ) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুধু কৃষি অনুষদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। ভর্তি প্রক্রিয়াটি ২৬ ও ২৭ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
জানা যায়, এ বছর স্নাতক প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়ে মোট ছয়টি অনুষদের আটটি ডিগ্রিতে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা। কৃষি অনুষদে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা ২৫ জানুয়ারি, ভেটেরিনারি ও পশু পালন অনুষদে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা ২৬ জানুয়ারি , কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, আইআইএফএস, বায়োাইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা ২৭ জানুয়ারি ভর্তির সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. ছাইফুল ইসলাম জানান, মঙ্গলবার মেধা তালিকায় কৃষি অনুষদে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ৩২০টি আসন সংখ্যার মধ্যে ৩০৭ জন ভর্তি সম্পন্ন করেছে। যার মধ্যে ছেলে শিক্ষার্থী ১৬৮ এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৩৯ জন।
উল্লেখ্য, কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি পাবলিক বিবিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে ২৭ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। এ বছর বাকৃবিতে ছয়টি অনুষদে মোট ১ হাজার ১১৬ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন।
বিবার্তা/রাকিবুল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]