শিরোনাম
রাবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রীড়া উৎসব শুরু
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ১৫:৩৩
রাবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রীড়া উৎসব শুরু
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১১ দিনব্যাপী ক্রীড়া উৎসব শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এ ক্রীড়া উৎসবের আয়োজন করেছে।


শনিবার (৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন।


বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের ৮৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এ ক্রীড়া উৎসবে। এতে হ্যান্ডবল, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, এ্যাথলেটিক্স খেলা অনুষ্ঠিত হবে। উৎসবের পর্দা নামবে ১৪ ডিসেম্বর।


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত এ ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ।


এ সময় উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম প্রমুখ।


বিবার্তা/বাবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com