শিরোনাম
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৮:৪০
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘আন্তঃবিশ্বদ্যিালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৬’-এর অভিনয় বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলানায়তনে অনুষ্ঠান উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক ঐতিহ্যের ধারক ও বাহক। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশদ্বার হিসেবে বিগত কয়েক বছরে নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগের পথচলা শুরু হয়। যার ফলে ছাত্র ছাত্রীরা সুকুমার প্রবৃত্তি নিয়ে বিকশিত হতে পারবে। জীবনকে মানুষের সামনে তুলে ধরার জন্য অভিনয় অন্যতম মাধ্যম। যা নাট্যকলার ছাত্র-ছাত্রীদের মাধ্যমে চিত্রায়িত হয়।


আন্তঃবিশ্বদ্যিালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অভিনয়)-২০১৬ এর আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা।



উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় একক ও দলীয় পর্বে ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এছাড়াও বিচারকের দায়িত্বে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আফরোজা বানু ,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক সৈয়দ মামুন রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল হালিম প্রমাণিক ও সহকারী অধ্যাপক কামাল উদ্দিন খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/আদনান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com