শিরোনাম
শিবির আখ্যা দিয়ে শিক্ষার্থীকে মারপিট, আটক ২
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৬:৫৯
শিবির আখ্যা দিয়ে শিক্ষার্থীকে মারপিট, আটক ২
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবিরকর্মী আখ্যা দিয়ে সরওয়ার হোসেন (২৪) নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এঘটনায় সুমন (২৩) ও জামিল (২৬) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের সামনে এ ঘটনা ঘটে। মারধোরের শিকার সরওয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১০-১১ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আলাওল হলের সামনের দোকানে বসে নাস্তা করছিল সরওয়ার। এসময় সুমন ও বহিরাগত জামিল সহ চার-পাঁচজন এসে শিবির অপবাদ দিয়ে তাকে মারধর করে। এতে গুরুতর আহত হন সরওয়ার। তাকে উদ্ধার করে চবি মেডিকেলে ভর্তি করা হয়।


হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। আটকরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার নির্দেশে তাকে মারধর করা হয়েছে। তবে কে সেই ছাত্রলীগ নেতা তা জানা যায়নি।


বিবার্তা/রাজু/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com