শিরোনাম
মাভাবিপ্রবি'র হল খুলছে ২৫ অক্টোবর, ২ নভেম্বর ক্লাস ও পরীক্ষা শুরু
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ১৮:১১
মাভাবিপ্রবি'র হল খুলছে ২৫ অক্টোবর, ২ নভেম্বর ক্লাস ও পরীক্ষা শুরু
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার কমে যাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনার আলোকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আবাসিক হলসমূহ প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ২৫ অক্টোবর হতে খুলে দেয়া হবে এবং ২ নভেম্বর হতে শিক্ষার্থীদের সশরীরে শ্রেণীকক্ষে ক্লাস ও পরীক্ষা নেয়া হবে।


১৮ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭তম (জরুরী) সভার সুপারিশের ভিত্তিতে একই দিন অনুষ্ঠিত ২২৩তম (জরুরী) রিজেন্ট বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


উল্লেখ্য, সংশ্লিষ্ট সকলকে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি (সব সময় পরিস্কার পরিচ্ছন্ন মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা, সাবান পানি দিয়ে হাত ধৌত করা, হাঁচি এবং কাশি হলে টিস্যু বা রুমাল ব্যবহার করা ইত্যাদি) মেনে চলতে বলা হয়।


বিবার্তা/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com