শিরোনাম
জবি ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১৮:৫৭
জবি ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মেয়াদ শেষ হবার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।


শনিবার (১৬ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সেল সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৪টি বিশ্ববিদ্যালয় যথা ১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৪. বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫টি কলেজ যথা- ১. ঢাকা কলেজ ২. সরকারি তিতুমীর কলেজ ৩. কবি নজরুল সরকারি কলেজ ৪. সরকারি বাংলা কলেজ ও তেজগাঁও কলেজের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।


আরো বলা হয়েছে, উক্ত ইউনিট সমূহকে বেগম খালেদা জিয়ার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিক নির্দেশনা মতে, ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ৩০ (ত্রিশ) দিন তথা ১৫- ১১-২০২১ তারিখের মধ্যে নতুন আহবায়ক কমিটি পুনর্গঠন করা হবে।


জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে ও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিবার্তা/আদনান/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com