শিরোনাম
ডুয়েটে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পালিত
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ১৬:৪০
ডুয়েটে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পালিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেবী শক্তির বন্দনা এবং অসুর বধে অশুভ খ-নের প্রত্যয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পালিত হয়েছে। বুধবার (১৩ অক্টোম্বর) বাণী অর্চনা সংসদের আয়োজনে এ মহাষ্টমী পালিত হয়।


শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামন্ডপ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও বাণী অর্চনা সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক, ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন প্রমূখ।



মন্ডপ পরিদর্শনকালে উপাচার্য বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে। প্রত্যেক ধর্মের মধ্যেই মানুষকে ভাল দৃষ্টিতে দেখার কথা বলা হয়েছে। তাই, আমরা যেন মানুষকে শ্রদ্ধা করি, মানুষের প্রতি দায়িত্ব পালন করি।


তিনি বলেন, আমরা ভাল কাজ করলে স্রষ্টা অবশ্যই আমাদের স্বর্গে নেবেন। এসময় তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একযোগে ভাল কাজ করার আহ্বান জানান।


এরপর উপাচার্য বাণী অর্চনা সংসদের আয়োজনে অসহায় ও দুঃস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন।


বিবার্তা/জিয়াউল হক/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com