শিরোনাম
শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে কুবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫১
শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে কুবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী সংসদ সদস্য আরমা দত্ত-এর সৌজন্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কুবি প্রশাসনের উদ্যোগে দুপুর ২.৩০ ঘটিকায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।


এ সময় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মোঃ শামিমুল ইসলাম, প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রলীগ কুবি শাখার সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, কর্মকর্তা সমিতির সভাপতি, কর্মচারী সমিতির সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।


ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী সংসদ সদস্য আরমা দত্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোপণের জন্য ২৫০০টি চারাগাছ উপহার স্বরূপ প্রদান করেছেন।


সংসদ সদস্য আরমা দত্ত বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আজ ৭৫তম জন্ম দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা যিনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নির্ভিক নাবিকের মতো, আমরা আজ বিশ্ব দরবারে উচুঁ স্থানে পৌঁছিয়েছি। প্রধানমন্ত্রীর জন্ম দিবসে আমরা গাছ লাগালাম। এ গাছগুলো একদিন কথা বলবে। বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই এ গাছের ছায়া তলে বসে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করবেন, প্রধানমন্ত্রীকে স্মরণ করবেন, ৩০ লাখ শহীদের কথা স্মরণ করবেন এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করবেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিদ্যাপীঠে রূপান্তরিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রীই নন, আজ বিশ্ব নেতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৭৫টি গাছ লাগানো হবে এবং বাকী গাছগুলো পর্যায়ক্রমে লাগানো হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ২৫০০টি গাছ উপহার দেয়ায় তিনি সংসদ সদস্য আরমা দত্তকে ধন্যবাদ জানান।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com