শিরোনাম
ভর্তি জালিয়াতি, ঢাবির ২ শিক্ষার্থী বহিষ্কার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৬
ভর্তি জালিয়াতি, ঢাবির ২ শিক্ষার্থী বহিষ্কার
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থা অবলম্বন করায় ২ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমববার (২৭ সেপ্টেম্বর) শৃঙ্খলা পরিষদের সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। স্থায়ীভাবে বহিষ্কৃতরা হলেন, মো. রাকিব হাসান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮ এবং ইশরাক হোসেন রাফি, ভূতত্ত্ব বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।


সভায়, আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. আকতারুল করিম রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ‘কেনো তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না’-এই মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।


বিবার্তা/রাসেল/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com