শিরোনাম
ইবিতে হল খোলার দাবিতে মশাল মিছিল
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৭
ইবিতে হল খোলার দাবিতে মশাল মিছিল
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়।


মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা সেপ্টেম্বরের মাধ্যে বিশ্ববিদ্যালয়ের হল খুলে না দিলে তালা ভেঙ্গে হলে প্রবেশের হুমকিও দেয়।


সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী পিয়াস পান্ডের সঞ্চালনায় বক্তব্য রাখেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আব্দুর রউফ, একই বিভাগের রায়হান বাদশা রিপন, আশিকুর রহমান ও বাংলা বিভাগের শিক্ষার্থী আলী আরমান রকি।


শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে যে শুধু প্রশাসন ভবন আর ভিসি বাংলোই বিশ্ববিদ্যালয়ের সব। এদিকে শিক্ষার্থীরা যে মেসে কষ্টে আছে ও নিরাপত্তাহীনতায় ভূগছে সেদিকে তাদের খেয়াল নেই। অন্যান্য বিশ্ববিদ্যালয় যখন হল খোলার সিদ্ধান্ত নিচ্ছে তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝতে পারছে না তারা কি করবে। তাহলে এই চেয়ারে আপনারা বসেছেন কেন? শিক্ষার্থীদের কথা চিন্তা করে সেপ্টেম্বরের মধ্যে আবাসিক হল খুলে দিন। অন্যথায় আমরা তালা ভেঙ্গে হলে প্রবেশ করবো।


বিবার্তা/জায়িম/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com