শিরোনাম
ঢাবি উপাচার্য-রিসলভ নেটওয়ার্কের বৈঠক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:৩৩
ঢাবি উপাচার্য-রিসলভ নেটওয়ার্কের বৈঠক
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা রিসলভ নেটওয়ার্কের দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


সোমবার উপাচার্যের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন রিসলভ নেটওয়ার্কের পরিচালক ক্যানডেস রনডিয়াক্স ও সহযোগী সমন্বয়কারী বেথানি এল. ম্যাকগান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে তারা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন। এসময় বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সন্ত্রাস, সহিংসতা ও জঙ্গিবাদ মোকাবেলায় আরো গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের রিসলভ নেটওয়ার্কের মধ্যে গণহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়েও তারা আলোচনা করেন।


বিবার্তা/লাভলু/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com